⭐এটা চুলকে সিল্কি করে চটজলদি।
🔸️এটা রাফ চুলকে সহজে ম্যানেজেবল করে।
🔹️এটা একদমই চুলকে স্টিকি করেনা বোঝাই যায় না চুলে কিছু দিয়েছি।
🔸️এটার স্পেশাল ব্যপার হলো এটার স্মেল এত সুন্দর যে শুধু দিতেই ইচ্ছা করে আর এটাই আমার বেশি দেওয়ার কারন নাহলে দুই থেকে চার পাম্প এনাফ চুলের লেন্থ বুঝে।
🔹️আর আমি যেটা নোটিশ করেছি এটা রেগুলার ইউজে চুলটাকে বেশ গ্লসি করে
🔸️ আর কোন রকম কন্ডিশনার ইউজ না করলেও চুল বেশ ম্যানেজেবল থাকে।
🔹️এটা কিন্ত সূর্যের তাপ থেকে অনেকটা রক্ষা করে চুলকে আর সিল্কি ননস্টিকি থাকার কারনে চুলে ময়লা ধুলা বেশি টানে না সাধারন তেলের মতো।
🌿ব্যবহার::
🔹️চুল ধোয়ার পর হালকা ভেজা থাকতে পরিমান মতো কয়েক পাম্প হাতে নিয়ে এটা পুরো চুলে ইউজ করতে হয়।শুকনো চুলেও দেওয়া যায় তবে হালকা ভেজা চুলে দিলে বেশি সিল্কি লাগে।
🔸️আর যে কোন সময় এটা দেওয়া যায় সাথে সাথেই চুল ম্যানেজেবল করে।আর এটা দিলে একদমই বুঝতে পারবেন না কিছু দিয়েছেন আর চুলে এটা খুব ভালো এবসোর্ভ করে ক্যারেটিন লেয়ার মজবুত করে
Reviews
There are no reviews yet.